ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রেড বুল ক্যাম্পাস ক্রিকেটে শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
রেড বুল ক্যাম্পাস ক্রিকেটে শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস এ অংশগ্রহণ করতে আবারো শ্রীলঙ্কায় যাচ্ছে। আগামী ১০-১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি, জিম্বাবোয়ে; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; জিন্নাহ গভার্ণমেন্ট কলেজ নাজিমাবাদ, করাচি, পাকিস্তান; নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি (এনডব্লিউইউ), দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগামী ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছাবে।  

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৭ এ চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালেও ইউল্যাব ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ২০১৬ সালে ইউল্যাব রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।  

টুর্নামেন্ট নিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউল্যাবের ক্রিকেট টিমের কোচ সারোয়ার ইমরান, ইউল্যাব ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও টিম ম্যানেজার মোঃ তৌফিক আজিজ ও ইউল্যাব ক্রিকেট টিমের অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি।

এ সময় ইউল্যাব কমিউনিকেশনস অফিসের উপ ব্যবস্থাপক আরিফুল হক, মোঃ ওয়াহিদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।