ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের সাহায্যে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বন্যার্তদের সাহায্যে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব একাদশ ছবি: সংগৃহীত

আইসিসির হস্তক্ষেপে বিশ্ব একাদশ খেলতে যাবে পাকিস্তানে। লাহোরে তামিম ইকবাল-ডু প্লেসি-হাশিম আমলাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে বিশ্ব একাদশকে খেলতে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার বন্যা দুর্গত এলাকার শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কলম্বোতে এই ম্যাচ হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সংগৃহীত অর্থের একটা বড় অংশ পাবে শ্রীলঙ্কার ৭ লাখ কবলিত এলাকার মানুষ।

আগামী ৮ সেপ্টেম্বর টি-টোয়েন্টির এই ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। এই ম্যাচে শ্রীলঙ্কান দুই গ্রেট কুমার সাঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনের খেলার কথা রয়েছে। তবে ৮ সেপ্টেম্বর তারা সময় দিতে পারবেন না বলে ম্যাচই পিছিয়ে দেয় লঙ্কান বোর্ড। দিন তারিখ নির্ধারিত না হলেও ম্যাচটি যে হবেই তা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা।

অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘ম্যাচের দিন এখনও স্থির না হলেও তা বাতিলের কোনো প্রশ্নই নেই। ’

ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচের দু’দিন পরেই এই ম্যাচটি হওয়ার কথা থাকায় বর্তমান দলের কোনো ক্রিকেটারকে সেখানে রাখা হয়নি। দলটিতে বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকছেন না। ভারতের সুরেশ রায়না, ইউসুফ পাঠান আর রবিন উথাপ্পা খেলবেন।

এছাড়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, আবদুর রাজ্জাকরা খেলবেন। দক্ষিণ আফ্রিকার ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনির সঙ্গে থাকবেন নিউজিল্যান্ডের লুক রঞ্চি, ইংল্যান্ডের টাইমাল মিলস আর জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।