ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাই রানের রেকর্ডে শের-ই-বাংলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
বাই রানের রেকর্ডে শের-ই-বাংলা বাই রানের রেকর্ডে শের-ই-বাংলা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। যেখানে ২০ রানের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। এরইমধ্যে ঢাকা টেস্টে অভিনব এক রেকর্ড গড়েছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বাই রান দিয়েছে মোট ৫২টি, আর এতেই দেশের মাটিতে যেকোনো ম্যাচে সবচেয়ে বেশি বাই রান দেওয়ার রেকর্ড গড়লো জাতীয় ক্রিকেট স্টেডিয়ামটি।

বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি বাই রান দেওয়ার রেকর্ড এতদিন বহন করছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

রেকর্ডসংখ্যক ঐ অতিরিক্ত রান ছিল ৪১টি বাই রানের ফসল। ২০১৪ সালে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছিল এমন ঘটনা।

ঢাকা টেস্টে বাই রান দেওয়ার ক্ষেত্রে যেন পুনরাবৃত্তির নিয়ম মানছিলেন দুই দলের বোলার-ফিল্ডাররা। ম্যাচের প্রথম (বাংলাদেশের প্রথম), দ্বিতীয় (অস্ট্রেলিয়ার প্রথম) ও তৃতীয় (বাংলাদেশের দ্বিতীয়) ইনিংসের সবকটিতেই যে বাই রান এসেছে ১৫ করে! ছন্দ ভেঙে যায় চতুর্থ ও শেষ ইনিংস অর্থাৎ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে গিয়ে।  

ঐ ইনিংসে বাংলাদেশের বোলাররা বাই রান দিয়েছেন মাত্র ৭টি, যা দুর্দান্ত ও ঐতিহাসিক জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ঢাকা টেস্টে বাউন্স ও টার্নের কারণে ব্যাটসম্যান তো বটেই, বেশ ভুগতে হয়েছে উইকেটরক্ষক-ফিল্ডারদেরও। যার কারণে প্রায়ই তাদের হাত ফসকে গেছে বল, এতে ব্যাটিং করা দল পেয়েছে বেশি বেশি বাই রান নেওয়ার সুযোগ।  

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বাই রান নেওয়ার ঘটনা ঘটেছিল ২০০৭ সালে বেঙ্গালুরুতে, ভারত-পাকিস্তান ম্যাচে। ঐ টেস্টে দুই দল মিলিয়ে বাই রানের যে সংখ্যা জড়ো করেছিল তা হল- ৬৯!

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।