ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে সাকিব-তামিম ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে সাকিব-তামিম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। একদিন আগে হেডেংলিতে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এ টেস্ট দুটোর পর খেলোয়াড়দের ক্যাটাগরির র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ক্যারিয়ার সেরা অবস্থানে চলে এসেছেন টাইগার তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

র‍্যাংকিংয়ে সাকিবের উত্থান ঘটেছে বোলিং ফরম্যাটে। আর ব্যাটিং ফরম্যাটে উন্নতি ঘটেছে তামিমের।

এতে দুজনই অবস্থান করছেন এই ফরম্যাটে নিজেদের পুরো ক্যারিয়ারের সেরা পজিশনে।

ঢাকা টেস্ট শুরুর আগে তামিম ছিলেন টেস্ট র‍্যাংকিংয়ের ২০তম ব্যাটসম্যান। টেস্টে দুই ইনিংসে ম্যাচ বাঁচানো ৭১ ও ৭৮ রানের ইনিংস দুটি খেলে তামিম সমৃদ্ধ করেছেন নিজের পরিসংখ্যানকেও, সেই সাথে র‍্যাংকিংয়ে ছয় ধাপ লাফিয়ে উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে।

১৪তম স্থানে অবস্থান করছেন সাকিবও, তবে সেটি বোলারদের র‍্যাংকিংয়ে। ১৭তম স্থানে থেকে ঢাকা টেস্ট শুরু করা সাকিব অজিদের বিপক্ষে দুটি ইনিংসেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। এতে কয়েকটি রেকর্ড গড়ার পাশাপাশি এগিয়েছেন র‍্যাংকিংয়েও। তিন ধাপ এগিয়ে বিশ্বের অন্যতম সেরা স্পিনার টেস্ট বোলারদের তালিকার ১৪তম স্থানটি দখল করে আছেন দাপটের সাথে।

বোলিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন ঢাকা টেস্টে চমক দেখানো আরও দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও। চার ধাপ উন্নতিতে তাইজুল উঠে এসেছেন ৩২তম স্থানে। ৩০তম বোলার হিসেবে মিরাজ এগিয়েছেন তিন ধাপ।
এদিকে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ক্যারিয়ার সেরা ৪৮৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ঢাকা টেস্ট শেষ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের মতো করেই। এই ম্যাচে মোট ৮৯ রান এবং ১০ উইকেট শিকারে অন্য অলরাউন্ডারদের চেয়ে সাকিব টেস্ট র‍্যাংকিংয়ের টেবিলে এগিয়ে আছেন বেশ খানিকটা।

বাংলাদেশের প্রতিপক্ষ অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মিরপুরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুবাদে শীর্ষ ১০-এ প্রবেশ করেছেন। পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ছয়ে। আর ভালো বল করা পেসার প্যাট কামিন্স ১৪ ধাপ এগিয়ে ৫২তম স্থানে এসেছেন।

এদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রভাবও পড়েছে র‍্যাংকিংয়ে। নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরানোয় মূল ভূমিকা রাখা দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাহি হোপ দুজনই আছেন নিজেদের সেরা অবস্থানে। ১৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে ব্র্যাথওয়েট ও ৬০ ধাপ এগিয়ে ৪২ ব্যাটসম্যান হোপ।

র‍্যাংকিংয়ে সেরা ১০ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামস, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, আজহার আলী, অ্যালিস্টার কুক, হাশিম আমলা ও লোকেশ রাহুল।

র‍্যাংকিংয়ে সেরা ১০ বোলার: রবিন্দ্র জাদেজা, জেমস অ্যান্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হেজেলউড, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, স্টুয়ার্ট ব্রড ও নেইল ওয়াগনার।

র‍্যাংকিংয়ে সেরা ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলী ও বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।