ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার চট্টগ্রাম মিশনে যাচ্ছেন মুশফিকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
শুক্রবার চট্টগ্রাম মিশনে যাচ্ছেন মুশফিকরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাকিব-তামিম নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ে মিরপুর টেস্ট শেষ করেছে টাইগাররা। এবার অপেক্ষা চট্টগ্রাম টেস্টের। আর সেই মিশনে যোগ দিতেই শুক্রবার (১ সেপ্টম্বর) ঢাকা ছাড়ছে দু’দল।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ৩টা ৪০ মিনিটে তাদের চট্টগ্রাম হযরত শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম পৌঁছে পরদিন ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা থেকে অনুশীলন করবে দু’দলই।

তবে আগের সূচি অনুযায়ী, ঈদের দিন বিকেলে শুধুই অজিদের অনুশীলন করার কথা ছিল।

কিন্তু মিরপুর টেস্টে মহাকাব্যিক জয়ের জয়ের পর দ্বিতীয় টেস্টকে সামনে রেখে অনুশীলনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মুশফিকদের অনুশীলন করার কথা ছিল ম্যাচের আগের দিন ৩ সেপ্টেম্বর সকালে।

অ‍াসন্ন কোরবানির ঈদের পর ৪ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। খেলা শুরু সকাল ১০টায়। টিম বাংলাদেশের সামনে অজিদের হোয়াটওয়াশ করার দারুণ সুযোগ। প্রথম টেস্ট হেরে চাপটা এখন স্মিথ-ওয়ার্নারদের ওপরই। '

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।