ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামেও মিরপুরের উইকেট চান তাইজুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
চট্টগ্রামেও মিরপুরের উইকেট চান তাইজুল মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিতের পর দুই হাত মেলে উল্লসিত তাইজুল ইসলাম / ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সফরকারী অস্ট্রেলিয়াকে ২-০ তে সিরিজ হারাতে দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও মিরপুরের অনুরূপ উইকেট আশা করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে শুধুই উইকেটের ভরসায় থাকলেই চলবে না। অজিদের হোয়াইটওয়াশ করতে হলে সাথে ব্যাটে বলেও সমান লড়তে হবে বলে মত তার।

‘যে উইকেটে ওরা পরাজিত হয়েছে, এমনটাই আশা করছি, যাতে আমাদের সহায়ক হয়। আশা করলেই শুধু হবে না।

আমাদের সবার ভালো খেলতে হবে। ব্যাটসম্যান হোক, বোলার হোক সবারই। গত বছর আপনারা দেখেছেন ইংল্যান্ড আমাদের কাছে হেরেছে। ওদের আমরা ২-০ তেও হারাতে পারতাম। অল্পের জন্য পারিনি। অস্ট্রেলিয়াকে ২-০ তে  হারানো অসম্ভব কিছু না। ’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে আসন্ন দ্বিতীয় টেস্ট নিয়ে এমন মন্তব্য করেন তাইজুল। আগামী ৪ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বল হাতে অজিদের মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পেরেছিলেন এই বাঁহাতি স্পিনার। পিটার হ্যান্ডসম্বকে ফিরিয়েছিলেন ব্যক্তিগত ৩৩ রানে। প্রথম ইনিংসে ওই একটিই ছিল তার সবেধন নীলমনি উইকেট। তাই বলে দমে যাননি। চতুর্থ দিন দ্বিগুণ উৎসাহে বল হাতে ঘূর্ণির সৃষ্টি করে তুলে নিয়েছেন হ্যান্ডসমম্ব (১৫), অ্যাস্টন অ্যাগার (২) ও ঐতিহাসিক টেস্ট জয় নিশ্চিত করা জস হ্যাজেলউডের (০) উইকেট।

টেস্টের চতুর্থ দিনটি ছিল তাইজুলের টেস্ট ক্যারিয়ারের অনন্য এক দিন। কেননা অজিদের বিপক্ষে  টেস্টের চতুর্থ দিন পিটার হ্যান্ডসকম্বকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার।

কিন্তু অবাক করার বিষয় হলো অনন্য রেকর্ডের এই বিষয়টি নাকি তার মাথায়ই ছিল না, ‘সত্যি কথা বলতে ওই সময় আমার মাথায় ওটা ছিল না। আমরা ওই সময় মাঠে অনেক চাপে ছিলাম যে ম্যাচটি কি হবে, বা জিততে হবে। প্রধান ফোকাসটি ছিল ম্যাচের জয়ের দিকেই। ’

সাদা পোশাকে ১৪তম টেস্টে তাইজুল পেলেন ৫০ উইকেটের দেখা। এর আগে বাংলাদেশের হয়ে ৫০ উইকেট পেয়েছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, শাহাদাত হোসেন এবং সাকিব আল হাসান। তবে দ্রুততম ৫০ উইকেটের তালিকায় সবার ওপরে মোহাম্মদ রফিকের নাম। ১৩তম টেস্টে ৫০ উইকেট পেয়েছিলেন রফিক। এরপরই আছেন তাইজুল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।