ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্লেজিংয়ে তাইজুল বিরক্ত হননি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
স্লেজিংয়ে তাইজুল বিরক্ত হননি স্মিথ, তাইজুল ও সাকিব / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় স্লেজিংটা বেশ ভালোই জমে উঠেছিল। জয়ের জন্য যখন দুই শিবিরেই ত্রাহি ত্রাহি ভাব তখন কখনও কথার তীর ছুঁড়েছেন সাকিব-তামিমরা। আবার কখনওবা স্মিথরা। তবে দুই দলের স্লেজিং নাকি অজিরাই করেছে বলে জানালেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

শুধু তাইজুলই বলবেন কেন? গতকাল ম্যাচ চলাকালীন তামিম ইকবালকে একধিকবার উত্তেজিত হয়ে কথা বলতে দেখা গেছে। কখনও আবার আম্পায়ারকে দেখা গেছে তামিমকে সামলাতে।

অবশ্য ক্রিকেটে স্লেজিং নতুন কোন বিষয় নয়। সৃষ্টির আদিকাল থেকেই মাঠের খেলার পাশাপাশি ক্রিকেটে বাকযুদ্ধের দাপট কোন অংশেই কম ছিল না।

আর এই যুদ্ধে অতীতের ধারাবাহিকতায় যথারীতি গতকালও এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিষয়টি ততটা গুরুতর ছিল না বলে জানিয়েছেন তাইজুল, ‍‘খুব খারাপ পর্যায়ে যায়নি। ওরা যখন ভালো পর্যায়ে ছিল তখন আমাদের প্রতি বাজে কথা বলেছে। আবার আমরা যখন ভালো পর্যায়ে ছিলাম আমাদের একটি কথাও ওদের সহ্য হচ্ছিল না। ’

আপনাকে কেমন জ্বালিয়েছে। এমন প্রশ্নে তাইজুলের সহজ সরল উত্তর, ‘আমাকে বেশি করেনি, তারপরেও বলছিলো যে এখনই পেস বল আসবে। তুমি স্লগ সুইপ করো। এটা খেলায় হয়ই। ’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।