ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের মন্ত্রটা সাকিবই দিয়েছিলেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
জয়ের মন্ত্রটা সাকিবই দিয়েছিলেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা টেস্টের তৃতীয়দিন শেষে ৭৫ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার ও ২৫ রানে উইকেটে থাকা স্টিভেন স্মিথ ১৫৬ রানের লক্ষ্যে চতুর্থ দিনের শুরুটা যেভাবে করেছিলেন, তাতে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এই দুজনের জুটি অটুট থাকলে হয়তো চা বিরতির আগে স্বাগতিকদের জয়ের সম্ভাবনাটি দূরের বাতিঘর হয়েই থাকতো।

উপমহাদেশের উইকেটের এই কন্ডিশনেও ওয়ার্নার যখন সেঞ্চুরিটি তুলে নিলেন তখন ম্যাচটি অজিদের দিকে অনেকটাই হেলে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই দলকে দারুণ এক উজ্জীবনী ছোঁয়া এনে দিলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর তাতেই জয়ের পাল্লা হেলে গেল বাংলাদেশের দিকে।

অজিদের উইকেটের নিয়মিত আসা যাওয়ায় উল্লাসের মাতম উঠলো শের-ই-বাংলা স্টেডিয়ামের টাইগার গ্যালারিতে। জয়ের গতিও দিক বদলালো। অজি শিবির থেকে জয় রীতিমতো ইউটার্ন নিয়ে ধরা দিল স্বাগতিক শিবিরে।

কী ছিল সেই মন্ত্র? যা সাকিব পড়ে দিলেন আর যাদুর মতো বদলে গেল পুরো দৃশ্যপট? জানতে চাওয়া হয়েছিল অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাছে। মিরাজের অভিমত, ‘অনেক সময় মনে হয়েছে ম্যাচটা জিততে পারি আবার ওদের জুটি বড় হলে মনে হয়েছে হারতেও পারি। ’

‘পানিপানের বিরতিতে সাকিব ভাইয়ের একটা কথা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে, গ্যালারির দর্শকেরা জেতার বিশ্বাস নিয়ে মাঠে আসে সেটা আমাদের থাকবে না কেন? এ কথার পর সবাই ওইভাবে বোলিং-ফিল্ডিং এফোর্ট দিয়েছি। ওদের উইকেট পড়তে শুরু করল। সাকিব ভাই ব্রেকথ্রু এনে দিলেন। ’

আর তাতেই দিনশেষে এলো ২০ রানের মহাকাব্যিক জয়। ১৬ কোটির ক্ষুদ্র এই ব-দ্বীপ ভাসলো কুলীন অস্ট্রেলিয়ার লজ্জার হারের আনন্দে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।