ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিস্নাত চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
বৃষ্টিস্নাত চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে খেলার জন্য বাংলাদেশ দলের ছয় খেলোয়াড় টিম অস্ট্রেলিয়া শুক্রবার বিকেলে চট্টগ্রাম এসে পৌঁছেছে, ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে: সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম পৌঁছেছে সফরকারী অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের ৬ সদস্য।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ভিভিআইপি নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে টাইগার ও অজি ক্রিকেট টিম হোটেল র‌্যাডিসন ব্লু’তে পৌঁছে।

এ সময় ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়েই টিম বাস থেকে ছাতা মাথায় নামেন- মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান।

ছিলেন টিম ম্যানেজমেন্টের সদস্য এবং কোচরাও। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে খেলার জন্য বাংলাদেশ দলের ছয় খেলোয়াড় টিম অস্ট্রেলিয়া শুক্রবার বিকেলে চট্টগ্রাম এসে পৌঁছেছে, ছবি: উজ্জ্বল ধর দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের বাংলাদেশ দলের মধ্যে শুক্রবার এসেছেন ৬ জন। বাকি ৮ জন শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হবেন।

এদিকে চট্টগ্রাম পৌঁছে শনিবার (০২ সেপ্টেম্বর) ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা থেকে অনুশীলন করবে দু’দলই। তবে আগের সূচি অনুযায়ী শনিবার বিকেলে শুধুই অজিদের অনুশীলন করার কথা ছিলো।

কিন্তু মিরপুর টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টকে সামনে রেখে টাইগারদের অনুশীলনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মুশফিকদের অনুশীলন করার কথা ছিলো ম্যাচের আগের দিন ৩ সেপ্টেম্বর (রোববার) সকালে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মোকাবেলা করবে সফরকারী অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।