ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফির দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি

নড়াইল: নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির চিরচেনা সেই খেলার (সরকারি বালক বিদ্যালয়ের মাঠ) মাঠের পাশে অবস্থিত নড়াইল পৌর ঈদগাহে জেলার প্রধান জামাতে নামাজ আদায় করেন তিনি।

নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলার প্রধান জামাতে নামাজ আদায় করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি
নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন মাশরাফি।

ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও নড়াইলে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ৩১ আগস্ট  (বৃহস্পতিবার) জন্মস্থান নড়াইলে এসেছেন তিনি।

মাশরাফির নড়াইলে আসার খবর পেয়ে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা শহরের আলাদাপুরে তার মামা বাড়িতে আসছেন।  

প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রিয় তারকাকে এক নজর দেখে তার সঙ্গে সেলফি তুলতেও ভুলছেন না ভক্তরা।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।