ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাসির-সাব্বির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাসির-সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির হোসেন ও সাব্বির রহমান। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২-০ তে সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের পুলিশ লাইন ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করতে এসে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান নাসির ও সাব্বির। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের জন্য দোয়া চান তারা, ‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

সবাই আমাদের সিরিজ জয়ের জন্য দোয়া করবেন। ’

এর আগে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে নাসির, সাব্বিরদের সঙ্গে নামাজ আদায় করেন মুমিনুল হক। সাথে ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওসমান খাজা।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে (২৭-৩০ আগস্ট) অজিদের বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচটিকেও নিজেদের করে নিতে চাইছেন লাল-সবুজের এই দুই ক্রিকেটার।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।