ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের বাইরে মাহমুদউল্লাহর ঈদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
দেশের বাইরে মাহমুদউল্লাহর ঈদ ছবি: মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পেজ থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে না খাকায় বাংলাদেশ দলের সঙ্গে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। এই সুবাদে ডাক পেয়ে যান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তাই এবারের ঈদ করতে হলো সেখানেই। দেশের বাইরে থাকায় পরিবারকে ভীষণ মিস করছেন মাহমুদউল্লাহ।

অফিসিয়াল ফেসবুক পেজে ঈদুল আযহার নামাজ আদায়ের পর একটি ছবি পোস্ট করে ঈদ মোবারক জানিয়েছেন মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, নিজেই একটি ভিডিও করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিবারকে মিস করার কথা ব্যক্ত করেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার।

ভিডিওতে দেওয়া মাহমুদউল্লাহর পুরো ভাষ্য তুলে ধরা হলো, ‘আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলের কোরবানি সকলের ত্যাগ দোয়া করি আল্লাহ কবুল করুন। আজকের এই বিশেষ দিনে আমার পরিবারকে আমি প্রচন্ড মিস করছি। আপনাদের সকলের ঈদ পরিবার-পরিজন এবং আত্মীয়স্বজন নিয়ে আরো আনন্দময় হোক এই ‍কামনা করি। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ’

মাহমুদউল্লাহকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে টিম বাংলাদেশ। লক্ষ্য এবার ২-০ তে সিরিজ জেতা। ৪ সেপ্টেম্বর চট্রগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

সিপিএলে জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে এই টিমেই খেলে এসেছিলেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে জ্যামাইকা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।