ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিং দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
র‌্যাংকিং দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামেও ভরাডুবি হলে আরও বড় লজ্জার সামনে পড়বে অজিরা। ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাবে স্মিথ-ওয়ার্নারের দল।

সফরকারীদের বড় ধরনের দুশ্চিন্তার নাম তাই র‌্যাংকিং। অন্যদিকে, বাংলাদেশের সামনে প্রথমবারের মতো আট নম্বরে উঠে আসার সুবর্ণ সুযোগ।

কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টাইগাররা এখন আটেই আছে! অফিসিয়াল ঘোষণা না আসায় তা বলা যাচ্ছে না।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অজিদের অবস্থান চারে দেখালেও আসলে তা হবে পাঁচ। সিরিজ শেষেই আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চট্টগ্রাম টেস্টে জিতলেও পাঁচ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হবে।

হারলেই সর্বনাশ। ২৯ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ পতন হবে অজিদের। নেমে যেতে হবে ছয়ে। ১৯৮৮ সালে অ্যালান বোর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ষষ্ঠ স্থানে অবনমন হয়েছিল। দীর্ঘ সময় পর একই উদ্বেগ-উৎকণ্ঠার সামনে দাঁড়িয়ে বর্তমান দলটি।

আগামী ৪ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ঢাকা টেস্টে ২০ রানের জয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যায় টিম বাংলাদেশ। সাদা পোশাকে অজিদের বিপক্ষে পাঁচবারের দেখাতেই প্রথম জয়ের ইতিহাস গড়ে টাইগাররা।

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত। দুইয়ে দক্ষিণ আফ্রিকা ও তিনে ইংল্যান্ড। তিন দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২৫, ১১০, ১০৫। বাংলাদেশের কাছে হেরে নিউজিল্যান্ডকে জায়গা ছেড়ে দিতে হয়েছে অজিদের (অফিসিয়াল ঘোষণা দেওয়াটাই বাকি)। রেটিং পয়েন্ট ১০০ থেকে কমে দাঁড়িয়েছে ৯৪। পরের টেস্ট জিতলে কিউইদের সমান ৯৭ হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকতে হবে।

এদিকে, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টেস্ট সিরিজের দিকে। দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দু’দল। শেষটি শুরু ৭ সেপ্টেম্বর থেকে। এ মুহূর্তের র‌্যাংকিং হিসেবে করলে ক্যারিবীয়দের পেছনে ফেলে সমান ৭৯ রেটিং পয়েন্ট (পয়েন্টের ভগ্নাংশে এগিয়ে) নিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ।

সিরিজ দু’টি শেষে অফিসিয়াল র‌্যাংকিংয়ের এই দৃশ্যপটটা থাকবে না। বাংলাদেশ যদি ১-১ সমতায় সিরিজ শেষ করে আর ও. ইন্ডিজ ২-১ ব্যবধানে হেরেও যায় কাজ হবে না। আটে পা রাখতে মুশফিকদের জিততে হবে ২-০ ব্যবধানে অজিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েই।

এখানে একটা কিন্তু আছে। বাংলাদেশ ২-০ তে সিরিজ জিততে পারলেও আটে ওঠার অপেক্ষা বাড়িয়ে দিতে পারে উইন্ডিজ। ইংল্যান্ডের মাটিতে তারা যদি ২-১ এ সিরিজ জিতে নিতে পারে নবম স্থানেই থাকতে হবে বাংলাদেশকে।

সেক্ষেত্রে দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য হবে মাত্র ১। ৮২ ও ৮১। বাংলাদেশ সিরিজ ড্র করলে আর ক্যারিবীয়রা হেরে গেলেও রেটিং পয়েন্টের ব্যবধান হবে সমান। ৭৫ ও ৭৪। ক্যারিবীয়রা জিতে গেলে আর বাংলাদেশ সিরিজ সমতায় শেষ করলে হবে ৮২ ও ৭৪।

আপাতত স্বপ্ন পূরণে অজিদের হারানোর দিকেই মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টের তিনদিন পর শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট। ইংলিশরা জিতলেই আটে ওঠার গৌরব অর্জন করবে টাইগাররা। ক্যারিবীয়দের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৬-এ। ৮১ ও ৭৫।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।