ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সেট হয়ে সাজঘরে মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সেট হয়ে সাজঘরে মুমিনুল ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম টেস্টে নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ। উইকেটে সেট হয়ে এলবিডব্লুর শিকার একাদশে ফেরা মুমিনুল হক (৩১)। চারটি উইকেটই নিয়েছেন লায়ন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় সংগ্রহ ৩৫ ওভার শেষে চার উইকেটে ৮৬। সাকিব আল হাসান ৯ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে মুশফিকুর রহিম।

৭০ রানে তিন উইকেট নিয়ে প্রথম দিনের দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। মুমিনুলের সঙ্গী হন সাকিব।

মধ্যাহ্ন বিরতির ওভারে (৩০তম) আউট হয়ে যান সৌম্য সরকার।

উইকেটে থিতু হয়ে রানে ফেরার ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি সৌম্য। ৮১ বল মোকাবেলায় ৩৩ রান করে লায়নের তৃতীয় এলবিডব্লুর শিকার হয়েছেন। তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারানোর প্রাথমিক ধাক্কা সামলে মুমিনুলের সঙ্গে সৌম্যর জুটিতে আসে ৪৯।

ফর্মের তুঙ্গে থাকা তামিমকে (৯) দশম ওভারের মাথায় এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লায়ন। হোম ভেন্যুতে ঢাকা টেস্টের দুই ইনিংসেই (৭১ ও ৭৮) অর্ধশতকের পুনরাবৃত্তি টানতে পারলেন না দেশসেরা ওপেনার।

আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইমরুল (৪)। দলীয় ২১ রানের মাথায় লায়নের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে ইমরুলের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অজিদের ২-০ তে সিরিজ হারানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল।

চাপের মুখে থাকা অজি টিমে দু’টি পরিবর্তন। বাদ পড়েছেন ওসমান খাজা। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন পেসার হ্যাজলউড। দু’জনের পরিবর্তে খেলবেন হিল্টন কার্টরাইট ও হ্যাজলউডের অভাব পূরণে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার স্টিভ ও’কিফ।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় টিম বাংলাদেশ। পাঁচবারের দেখাতেই অজিদের প্রথমবার টেস্টে হারিয়ে নতুন উচ্চতায় পা রাখে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।