ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্লেজিং উপভোগ করেন সাব্বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
স্লেজিং উপভোগ করেন সাব্বির সংবাদ সম্মেলনে কথা বলছেন সাব্বির রহমান- ছবি- উজ্জল ধর

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ক্রিকেট খেলা, আর সেখানে স্লেজিং থাকবে না, তা কি করে হয়? চলমান অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজেও যথারীতি স্লেজিং শব্দটা তার ক্ষমতা দেখিয়েই চলছে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখ কথা বলেই গেছে। তার শিকার সাব্বির রহমানও।
 

তবে সাব্বির রহমান স্লেজিংয়ে মাথা গরম করার মানুষ নন-নিজেই জানিয়ে দিলেন সেটা। চট্টগ্রাম টেস্টের প্রথমদিন শেষে বাংলাদেশের সেরা পারফরমার ‍মুখোমুখি হলেন গণমাধ্যমের।

সেখানেই অনেক কথার মধ্যে ছিল স্লেজিংও।
 
৬৬ রানের দুরন্ত ইনিংস খেলার সময় অস্ট্রেলিয়ানদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতে দেখা গেছে সাব্বিরকে। ওসব ছিল আসলে স্লেজিংয়ের প্রতিউত্তর।
 
স্লেজিং করলে ভেঙে পড়েন কিনা এমন প্রশ্নে সাব্বিরের সরাসরি উত্তর- ‘যখন ওরা স্লেজিং করে তখন আমি মজা পাই। ব্যাটিং করতে মজা পাই তখন আরও বেশি। আর আমিও যে স্লেজিং ফিরিয়ে দিই না তা নয়। খেলার মাঠে আমরা বন্ধু নয় হয়তো-কিন্তু মাঠের বাইরে সবাই বন্ধু । ’
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
টিএইচ/জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।