ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে একনজর দেখতে হাজারও ভক্তের ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
মাশরাফিকে একনজর দেখতে হাজারও ভক্তের ভিড় মাশরাফিকে একনজর দেখতে হাজারও ভক্তের ভিড়

নড়াইল: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে এক নজর দেখতে সকাল থেকে রাত অবধি হাজারও দর্শক ভিড় করছেন নড়াইলে মাশরাফির নিজ বাড়ি ও মামার বাড়িতে।

ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও নড়াইলের ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ৩১ আগস্ট (বৃহস্পতিবার) জন্মভুমি নড়াইলে আসেন তিনি। তার নড়াইলে আসার খবর পেয়ে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, মাদারিপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে ভক্তরা শহরের মহিষখোলায় মাশরাফির নিজের বাড়ি ও আলাদাতপুরে মামার বাড়িতে ভিড় করছেন।

মাশরাফিকে একনজর দেখার জন্য এবং তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। মাশরাফিকে একনজর দেখতে হাজারও ভক্তের ভিড়

প্রিয় এই তারকার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করার জন্য দামি ক্যামেরা ফোন এবং সেলফি স্টিক আনতে ভুল করেনি ভক্তরা।
কোনো ভক্তকেই যেন নিরাশ করছেন না মাশরাফি। সবার সঙ্গেই হাসিমুখে কথা বলে ছবি তুলছেন এই ক্রিকেট তারকা।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে মাদারীপুর জেলা থেকে মাশরাফিকে দেখতে নড়াইলে এসেছেন মো. শাহীন আলম।  

তিনি বাংলানিউজকে বলেন, মাশরাফিকে একনজর দেখার জন্য ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে মোটরসাইকেল ভাড়া করে নড়াইলে এসেছি। ভেবেছিলাম সকাল সকাল এলে খুব সহজেই মাশরাফির সঙ্গে ছবি তুলতে পারবো। এসে দেখি আমার মতো হাজারো মানুষের ভিড়। এতো লোকের ভিড়ে মাশরাফিকে একনজর দেখতে পারবো কি না জানি না।  মাশরাফিকে একনজর দেখতে হাজারও ভক্তের ভিড়

তিনি আরও বলেন, মাশরাফির সঙ্গে সেলফি তোলার জন্য প্রয়োজনে সারাদিন এ বাড়ির সামনে অপেক্ষা করবো।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।