ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টার্নিং কমে দাপটহীন স্পিন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
টার্নিং কমে দাপটহীন স্পিন! ড্যারেন লেহম্যান

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: মিরপুর টেস্টের মতো আচরণ করছে না চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট! যদিও কিউরেটর একই। এমন পার্থক্যে বিস্মিত হয়েছেন সফরকারী অস্ট্রেলিয়া দলের হেড কোচ ড্যারেন লেহম্যান!

বিস্মিত হবেনই বা না কেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের চলতি টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিনের মধ্যভাগ পর্যন্ত যে উইকেটে স্পিনাররা দাপট দেখিয়েছেন তা দিনের মধ্যাহ্ন বিরতির পরই ম্যাজিকের মতো বদলে গেলো!

যে উইকেটে এক নাথান লায়নকে সামলাতেই হিমশিম খেলো টাইগার ব্যাটসম্যানরা, সেই উইকেটেই এখন অবলীলায় বৈচিত্র্যময় শট খেলে রান তুলে নিচ্ছেন অজি ব্যাটসম্যানরা! স্পিন উইকেট বদলে এখন হয়ে গেছে স্পোর্টিং উইকেট। হচ্ছে রান।

তাই তো অজি কোচের এমন বিস্ময়।

কোচ বলেন, উইকেট দেখে আমি কিছুটা বিস্মিত। মিরপুরের প্রথম টেস্টের মতো না। তবে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের মতো করে করা হয়নি। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। আরও তিন দিন বাকি আছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড্যারেন লেহম্যান উইকেটের তুলনা করতে গিয়ে ফিরে গেলেন এক সপ্তাহ আগে, ঢাকা টেস্টের উইকেটের আলোচনায়। দুই মাঠের উইকেটের ভেতরে টার্নিং বিবেচনায় এগিয়ে রাখলেন মিরপুরের উইকেটকে।

এখন স্পিনের দাপট নেই, এর কারণ কি তবে টার্নিং কম?    

‘‘নিঃসন্দেহে ঢাকার উইকেটেই বেশি টার্নিং ছিল। আমার কাছে উপমহাদেশের অন্য আট-দশটি উইকেটের মতোই মনে হয়েছে। আজ আমরা ভালো খেলেছি। দেখি কাল কেমন যায়,’ যোগ করেন তিনি।
 
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দিন শেষে ৮৮ রানে অপরাজিত আছেন ওপেনার ওয়ার্নার। আর পিটার হ্যান্ডসকব অপরাজিত আছেন ব্যক্তিগত ৬৯ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ সবকটি উইকেটের বিনিময়ে ৩০৫ রান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।