ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নাসির যখন আম্পায়ার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
নাসির যখন আম্পায়ার! আম্পায়ার নাইজেল লংয়ের পাশে নাসির হোসেন

চট্টগ্রাম: টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে অলরাউন্ডার নাসির হোসেন বোধহয় হয়ে গিয়েছিলেন আম্পায়ার! আর হবেই তো; অলরাউন্ডার বলে কথা!

আরেক অলরাউন্ডার মেহেদি মিরাজ ছিলেন বোলিংয়ে। অস্ট্রেলিয়ার তখন ১০৯ নম্বর ওভার চলে।

পেট কামিন্স ব্যাটসম্যান। দলীয় রান ৩৬৪। দ্রুত মেরে রান তোলায় পটু কামিন্স ব্যাটে-বলে সংযোগ করতে ব্যর্থ হওয়ায় আবেদন ওঠে এলবিডাব্লিউ’র। তাতে সাড়া দেননি আম্পায়ার নাইজেল লং।  

বাংলাদেশ নেয় রিভিউ এবং তা সফলও হয়। তার মানে আউট! ঠিক যে সময় এই সফল হওয়ার ঘোষণা আম্পায়ার দিচ্ছিলেন; তার ঠিক বাঁ পাশে দাঁড়িয়ে পুরোপুরি আম্পায়ারকে নকল করে হাত উঠিয়ে ‘আউট’ চিহ্ন দেখান নাসির। শরীরের ভঙ্গিও নকল করাই ছিল! আর এতেই পুরো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হেসে ওঠে।

হেসে ওঠেন টেলিভিশন সেটের সামনে বাসা দর্শকরাও।

মজার মানুষ নাসির এর আগেও এমন মজার মজার ঘটনা মাঠের মধ্যে ঘটিয়েছেন। তাকে দারুণ এক যুবাপ্রাণ হিসেবে চেনেন তার কাছের মানুষরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ মজার মজার বাক্য লিখছেন টাইগার সমর্থকরা। তাদেরই একজন মিস্টার ফিনিশারকে দল থেকে বঞ্চিত রাখার জের টেনে লেখেন, ‘নাসির হোসেন জানিয়ে দিলেন, দলে জায়গা না হলে হয়ত আম্পায়ার হবেন!’

১৯ টেস্টে নাসিরের রান এক হাজারের উপরে। গড় ৩৫ দশমিক ৫০। সর্বোচ্চ ১০০ রান। রয়েছে ৬টি ফিফটি। ঘরের মাঠে রয়েছে তার ডাবল সেঞ্চুরিও। প্রায় দু’বছর পর অজিদের বিপক্ষে টেস্টে তার জায়গা হলো।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।