ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় পানিতে ডুবে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
শ্রীলঙ্কায় পানিতে ডুবে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু শ্রীলঙ্কায় পানিতে ডুবে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

বিরাট কোহলিদের পাশাপাশি শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৭ দল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। ১৯ সদস্যের ভারতীয় দলের এক ক্রিকেটার সেখানে পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে। মৃত ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও জানা যায় স্কুল ক্রিকেটে তিনি গুজরাটের হয়ে খেলেছেন।

পামুনুগামায় ভিলা পালমা হোটেলে (টিম হোটেল) ফেরার পর তিন সতীর্থের সঙ্গে সুইমিং পুলে গোসল করতে নামেন গুজরাটের সেই ক্রিকেটারটি। সতীর্থরা সুইমিং পুল থেকে উঠতে পারলেও ডুবে মারা যান নাম প্রকাশিত না হওয়া সেই ক্রিকেটার।

দ্রুতই সুইমিং পুলে ডুবে থাকা ভারতীয় এই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

শ্রীলঙ্কান পুলিশ ঘটনার কথা স্বীকার করলেও ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আনেনি। গুজরাটের এই ক্রিকেটারের বয় ১২ বছর বলে জানানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পামুনুগামা পুলিশ। তদন্তের জন্য মৃত ক্রিকেটারের দেহ রাগামা টিচিং হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।