ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে উন্নতি বাংলাদেশের, অস্ট্রেলিয়ার অবনমন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
টেস্টে উন্নতি বাংলাদেশের, অস্ট্রেলিয়ার অবনমন ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বিপক্ষে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করায় আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া। ব্যাপারটা অনুমিতই ছিল। অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটিই নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চতুর্থ স্থানে থেকে ১০০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৩ পয়েন্ট হারিয়ে তা এখন নিউজিল্যান্ডের সমান ৯৭।

কিন্তু পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকায় এক ধাপ অবনমন হয়েছে অজিদের।

ঢাকা টেস্টে ২০ রানে পরাজয়ের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ায় স্টিভেন স্মিথের দল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সাত উইকেটের জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে একরাশ স্বস্তিই পেয়েছে সফরকারীরা। সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও টাইগারদের প্রাপ্তিও কম নয়।

অস্ট্রেলিয়াকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান ধরে রাখতে হলে ১-০ সিরিজ শেষ করতে হতো, যেটির নেতৃত্ব ভারতের হাতে। পয়েন্ট ১২৫। ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা ও তিনে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১০৫।

এদিকে, এ সিরিজ থেকে ৫ পয়েন্ট অর্জন করে ৭৪-এ উন্নীত করেছে বাংলাদেশ। যদিও নবম স্থানেই থাকতে হচ্ছে। ১ পয়েন্ট এগিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে পাকিস্তান ও সাত নম্বরে শ্রীলঙ্কা। দু’দলের পয়েন্ট যথাক্রমে ৯৩, ৯০।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।