ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্দরনগরীতে সাকিবের নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
বন্দরনগরীতে সাকিবের নতুন মাইলফলক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম টেস্টের মধ্যদিয়ে শেষ হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে ১৬ বারের মতো পাঁচ উইকেট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন।

ম্যাচের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাট রেনশ। ৪০ বলে ব্যক্তিগত ২২ রান করে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভেসে ধরা পড়েন রেনশ।

আর এই উইকেটটি তুলে নিয়েই সাকিব বন্দরনগরীতে ৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

প্রথম কোনো বোলার হিসেবে চট্টগ্রামে ৫০ টেস্ট উইকেট নিলেন সাকিব। বন্দরনগরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি উইকেট পেসার শাহাদাত হোসেন রাজিবের দখলে।

ঢাকা টেস্টের নায়ক সাকিব চট্টগ্রামে গিয়েছিলেন ১৮৬ টেস্ট উইকেট নিয়ে। চট্টগ্রামে দুই ইনিংসে একটি করে উইকেট নিয়ে তার নামের পাশে এখন ১৮৮ টেস্ট উইকেট। যার মধ্যে ৫০টিই চট্টগ্রামের মাটিতে।

এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপরীতেই ৫ উইকেট শিকারের অনন্য রেকর্ড থলিতে পুড়েছেন এই বাঁহাতি স্পিনার।

চট্টগ্রামের মাটিতে ইনিংস সেরা বা ক্যারিয়ার সেরা ৩৬ রানের বিনিময়ে ৭ উইকেট আছে সাকিবের দখলে। তবে, মিরপুরের মাটিতেই সাকিবের সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে। চট্টগ্রামে সাদা পোশাকে ১৪ ম্যাচে ৫০ উইকেট স্পর্শ করলেও মিরপুরের মাঠে নিয়েছেন ১৬ ম্যাচে ৫৯টি টেস্ট উইকেট। খুলনায় ৫ ম্যাচ খেলে চার ম্যাচে বোলিং করে সাকিব নিয়েছেন ১৫ উইকেট। ফতুল্লায় ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।