ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিশন এবার দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
মিশন এবার দ. আফ্রিকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাঠে দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ। ঢাকা টেস্টে জেতার পর চট্টগ্রাম টেস্টে টাইগারদের হার। আলোচিত এই কঠিন সিরিজটি শেষ হয়েছে সমতায়। তবে বিশ্রামের সুযোগ নেই মুশফিক-তামিম-সাকিব-মোস্তাফিজদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি কঠিন সিরিজ।

চট্টগ্রাম থেকে আজকের মধ্যেই সব ক্রিকেটারের ঢাকায় ফেরার কথা। ক’দিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে ধরতে হবে দক্ষিণ আফ্রিকার বিমান।

কয়েক দিন বিশ্রামের পর শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি।

২০০৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। সেপ্টেম্বর-অক্টোবরের এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা।

সিরিজ জেতার হাতছানি থাকলেও শেষ ম্যাচে পারেনি মুশফিক-সাকিব-তামিমরা। হতাশা থাকলেও সদ্য শেষ হওয়া সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই তুলে নিতে পেরেছে বাংলাদেশ দল, যা কাজে লাগবে দক্ষিণ আফ্রিকা সফরে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)২১ সেপ্টেম্বর বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। ১২ অক্টোবর এই দলের বিপক্ষে ওয়ানডের আগে একটি ৫০ ওভারের ম্যাচও খেলবেন মাশরাফি-মুশফিকরা। ২৮ অক্টোবর পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে ৬ অক্টোবর। এই দুটি মাঠেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির দুই ম্যাচ। তিন ওয়ানডের সিরিজের প্রথমটি ১৫ অক্টোবর কিম্বার্লিতে, ১৮ অক্টোবর দ্বিতীয়টি পার্লে ও ২২ অক্টোবর তৃতীয়টি ইস্ট লন্ডনে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)এক নজরে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর:
২১–২৩ সেপ্টেম্বর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ
সিএসএ আমন্ত্রিত একাদশ বনাম বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর: প্রথম টেস্ট
৬–১০ অক্টোবর: দ্বিতীয় টেস্ট

১২ অক্টোবর: ওয়ানডে প্রস্তুতি ম্যাচ
সিএসএ আমন্ত্রিত একাদশ বনাম বাংলাদেশ

১৫ অক্টোবর: প্রথম ওয়ানডে
১৮ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে
২২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে

২৬ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি
২৯ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।