ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমদের ধন্যবাদ জানালেন রাজা-মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
তামিমদের ধন্যবাদ জানালেন রাজা-মালিক ছবি: সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান একাদশের প্রীতি ম্যাচ। সেখানে খেলতে যাওয়ার কথা রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। অনেকেই সমালোচনা করেছেন, তামিমের পাকিস্তানে খেলতে যাওয়াটা ঠিক হচ্ছে না। তবে তামিম নিজেই মনে করেন, পাকিস্তানে খেলাটা দোষের কিছু নয়, আরও আগেই যাওয়া উচিৎ ছিল।

তামিমদের ধন্যবাদ জানালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। এছাড়া, তামিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অলরাউন্ডার শোয়েব মালিক।

আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দুবাইয়ে হবে বিশ্ব একাদশের অনুশীলন ও সংবাদ সম্মেলন। আগামী ৯ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। তামিম সেখানে যোগ দেবেন কি না সেটা এখনও জানা যায়নি।

২০০৯ সালে শেষ বার পুর্নাঙ্গ ক্রিকেট সিরিজ হয়েছিল পাকিস্তানে। কিন্তু সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রসী হামলার পর থেকে ক্রিকেট নির্বাসিত দেশটি। রমিজ রাজা জানিয়েছেন, ‘এটা পাকিস্তানের স্থানীয় দর্শকদের জন্য বড় সৌভাগ্যের বিষয় হবে। মাত্রই শুরু হলো পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরানোর কাজ। এরপর আরও বড় বড় ইভেন্ট আয়োজনের চেষ্টা করা হবে। আমি বিশ্ব একাদশের প্রতিটি ক্রিকেটারকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ’

বিশ্ব একাদশের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচ, অস্ট্রেলিয়া থেকে তিন, ওয়েস্ট ইন্ডিজ থেকে দুই এবং বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার খেলবেন। এই দলের খেলোয়াড়দের রাষ্ট্রপ্রধানদের জন্য বরাদ্দ নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকছে না।

দেশটির তারকা অলরাউন্ডার শোয়েব মালিক জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টকে সমর্থন দেওয়ার জন্য বিশ্ব একাদশের প্রতিটি ক্রিকেটারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা সত্যিই গ্রেট সিদ্ধান্ত। আমাদের দেশে ক্রিকেট ফেরাতে তারা যথেষ্টই সাহায্য করবেন বলে আমি মনে করি। দেশের মাটিতে তাদের অপেক্ষায় আছি। ’

বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্র্যান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি। ১৪ সদস্যের বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ ডু প্লেসি আর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও, ফাইনাল ম্যাচ আয়োজন করা হয় লাহোরে। আমিরাতে সাকিব-মাহমুদুল্লাহ-তামিমরা খেলেছিলেন। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক বিদেশি ক্রিকেটার নিজেদেরকে ফাইনাল থেকে সরিয়ে নিলেও লাহোরের ফাইনালে খেলে এসেছিলেন টাইগারদের ওপেনার এনামুল হক বিজয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।