ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

৫০০তম উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
৫০০তম উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন ৫০০তম উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন-ছবি:সংগৃহীত

নিজের টেস্ট ক্যারিয়ারে আরও একটি মাইলফলক যোগ করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তবে এবারেরটি আগের সবকিছু থেকে ভিন্ন। ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ৫০০তম টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। পেসার হিসেবে তৃতীয়।

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এই রেকর্ড গড়লেন ডানহাতি অ্যান্ডারসন। ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে মাইলফলক স্পর্শ করেন।

লর্ডস টেস্ট শুরুর সময় অ্যান্ডারসনের উইকেট ছিল ৪৯৭টি। প্রথম ইনিংসে প্রথম দুটি উইকেট নেওয়ার পর দেখলেন সতীর্থদের ধ্বংসযজ্ঞ। অপেক্ষা তাই দ্বিতীয় ইনিংসের। এবারও প্রথম উইকেটটি নিয়ে পৌঁছে গেলেন পাঁচশর ঠিকানায়। এর আগে ইংল্যান্ডের হয়ে ৪০০ উইকেট নেওয়া প্রথম বোলার ছিলেন অ্যান্ডারসনই।

৫০০ ছুঁতে অ্যান্ডারসনের খেললেন ১২৯ টেস্ট। এই মাইলফলক ছোঁয়া প্রথম বোলার কোর্টনি ওয়ালশেরও লেগেছিল ঠিক ১২৯টি টেস্টই। তারাই সবচেয়ে ধীর গতির। গ্লেন ম্যাকগ্রার লেগেছিল ১১০ টেস্ট, শেন ওয়ার্নের ১০৮ টেস্ট, অনিল কুম্বলের ১০৫টি। ৮৭ টেস্টে ছুঁয়ে দ্রুততম মুত্তিয়া মুরালিধরন।

বর্তমান বোলারদের মধ্যে গত নভেম্বরের পর থেকে চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটেই না খেলা ডেল স্টেইনের উইকেট ৪১৭টি। শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের উইকেট ৩৮৯টি। এই ইনিংসের আগে অ্যান্ডারসনের জুটি স্টুয়ার্ট ব্রডের উইকেটে ৩৮৬টি।

৫৬৩ উইকেট নিয়ে পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ শিকারি ম্যাকগ্রা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।