ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহরুখের পর দল নিলেন প্রীতি জিনতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
শাহরুখের পর দল নিলেন প্রীতি জিনতা ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর থেকেই কিংস ইলিভেন পাঞ্জাবের সহ-মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আইপিএলের মঞ্চে এতোদিন তাকে দেখা গেলেও এবার বিদেশি লিগে দেখা যাবে তাকে।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগের দল কিনেছেন প্রীতি জিনতা। টুর্নামেন্টের দল স্টেলেনবোচ মোনার্কের সহ-মালিকানায় রয়েছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক হিসেবে প্রীতি জিনতার নাম ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত।

হারুন লরগাত প্রীতি জিনতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রীতি জিনতাকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগ পরিবারে স্বাগত জানাই। এই লিগের স্টেলেনবোচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন তিনি। তার অভিজ্ঞতা, তারকা খ্যাতি এবং সর্বপরি তার উপস্থিতি লিগের গ্রহণযোগ্যতা ও মূল্য বৃদ্ধি করবে। ’

প্রীতি জিনতা হারুন লরগাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দেশটির ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেট ট্যালেন্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হয়ে উঠবে। দেশের সেরা তারকা হয়ে ওঠার জন্য এই লিগ তাদের সুযোগ করে দেবে। পাশাপাশি সুযোগ করে দেবে বিশ্বসেরা তারকা হওয়ার। বিশ্বাস করি দর্শকরা টুর্নামেন্ট থেকে নতুন কিছু পাবে। ’

প্রীতি জিনতার দলের আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া এই অধিনায়কও প্রীতিকে স্বাগত জানিয়েছেন।

লিগের আরেক দল কেপটাউন নাইট রাইডার্সের মালিকানায় রয়েছেন আরেক ভারতীয় তারকা অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে দলের মালিকানা নিলেন প্রীতি জিনতা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।