ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ থেকে ভারতের বিমান ধরলো অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
বাংলাদেশ থেকে ভারতের বিমান ধরলো অস্ট্রেলিয়া ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ছাড়লো অস্ট্রেলিয়া। শনিবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩ সদস্যের অজি দল ভারতে রওয়ানা দেয়। এর আগে গতকাল ২৩ সদস্যের আরেকটি দল অস্ট্রেলিয়ায় চলে যায়।

বাংলাদেশ সফর শেষে ভারতে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশে থাকা টেস্ট দলের সাতজন ভারত সফরে যান।

আর ছয়জন ছিলেন দলের কর্মকর্তা। এমনটি নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিক বিভাগ।

ভারতে ১৪ সদস্যের ওয়ানডে দল নিয়ে খেলবে অজিরা। যেখানে বাংলাদেশ থেকে অধিনায়ক স্টিভেন স্মিথ সহ সেখানে সফর করছেন ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ ওয়েড।

দলের অন্য সাতজন অস্ট্রেলিয়া থেকে ভারত সফরে ইতোমধ্যে পৌঁছেছেন। এরা হলেন, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।