ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ ইংল্যান্ডের ছবি:সংগৃহীত

ক্যারিয়ার সেরা বোলিং করলেন জেমস অ্যান্ডারসন। তাও আবার লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে। আর তার দুর্দান্ত বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নয় উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১২৩ ও ১৭৭
ইংল্যান্ড: ১৯৪ ও ১০৭/১ (২৮ ওভার)
ইংল্যান্ড নয় উইকেটে জয়ী, ২-১ ব্যবধানে সিরিজ জয়

ম্যাচের তৃতীয় দিন ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ১৭৭ রানে শেষ হয়ে গেলে ইংলিশদের সামনে মাত্র ১০৭ রানের টার্গেট দাঁড়ায়। যা এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

অভিজ্ঞ ওপেনার অ্যালিস্টার কুক ১৭ রানের বিদায় নিলেও জয় নিয়ে মাঠ ছাড়েন মার্ক স্টোনম্যান ও টম ওয়েসলি। স্টোনম্যান করেন ৪০ ও ওয়েসলির ব্যাট থেকে আসে ৪৪ রান।

এর আগে দ্বিতীয় দিন ৯৩ রানে তিন উইকেট হারানো সফরকারী উইন্ডিজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে। অ্যান্ডারসনের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিলেন না তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন শাহি হোপ। ওপেনার কাইরন পাওয়েলের ব্যাট থেকে আসে ৪৫ রান।

লর্ডসে অভিজ্ঞ ইংলিশ বোলার অ্যান্ডারসন দু’হাত ভরেই পেয়েছেন। আগের দিনই ক্যারিয়ারের ১২৯তম ম্যাচে ৫০০তম টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আর এদিন ক্যারিয়ার সেরা বোলিং। ২০.১ ওভারে পাঁচটি মেডেন সহ ৪২ রানের বিনিময়ে পান সাত উইকেট। তার আগের সেরা ছিলো নটিংহ্যাম্পশায়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ রানের বিনিময়ে সাত উইকেট।

অ্যান্ডারসন কীর্তি গড়লেও ম্যাচ সেরা অবশ্য হয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে বোলিংয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি।

এই সিরিজে প্রথম ম্যাচে জয় পায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সিরিজ খোয়ায় দলটি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।