ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপা জিতলো মিরাজ-শাহরুখদের ত্রিনবাগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
শিরোপা জিতলো মিরাজ-শাহরুখদের ত্রিনবাগো শিরোপা জিতলো মিরাজ-শাহরুখদের ত্রিনবাগো-ছবি:সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফির উৎসব করে ডোয়েন ব্রাভোর দল।

ভারতীয় বলিউড তারকা শাহরুখ খানের মালিকানায় এই দলটির সদস্য ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

 

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগোর এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হন অলরাউন্ডার কেভিন কুপার। তার ১৪ বলে ২৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে জয় পায় ত্রিনবাগো।

ফাইনালের মঞ্চে ত্রিনবাগোকে ১৩৬ রানের স্বল্প টার্গেট দেয় সেন্ট কিটস। জবাবে কলিন মুনরোর ২৯, দিনেশ রামদিনের অপরাজিত ২৬ ও কুপারের সাহসী ইনিংসে জয় পায় ত্রিনবাগো। দলীয় ৯০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর দলকে টেনে জয়ের দিকে নিয়ে যান রামদিন ও কুপার।

এর আগে টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে ক্রিস গেইলের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন কার্লোস ব্র্যাথওয়েট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় নাম খেলান গেইল, এভিন লুইস ও মোহাম্মদ হাফিজের মতো তারকারা।  

দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি ২ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন কুপার।

২০১৫ সালে সর্বপ্রথম সিপিএলে চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো। তবে সেবার দলটির নাম ছিলো ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।