ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরাপদে দুবাইয়ে তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
নিরাপদে দুবাইয়ে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়া সিরিজের আগে নিরাপত্তার ইস্যুতে কাউন্টি ক্রিকেটে সব ম্যাচ না খেলেই ইংল্যান্ড থেকে ফিরে এসেছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে, নিরাপত্তার ব্যাপারটি নিয়ে বিতর্ক ছিল। এবার তামিম নিরাপদেই দুবাইয়ে পৌঁছেছেন।

পাকিস্তানের মাটিতে দেশটির জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে বিশ্ব একাদশের সঙ্গে দুবাইয়ে যোগ দিয়েছেন তামিম। শনিবার মধ্য রাতে ঢাকা ত্যাগ করেন ড্যাশিং এই ওপেনার।

ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে দুবাই পৌঁছেন তামিম।

সেখানে বিশ্ব একাদশের সব ক্রিকেটাররা একসাথে জড়ো হয়েছেন। সেখান থেকেই তারা পাকিস্তানের বিমান ধরবেন।

২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নির্বাসিত ছিল আন্তর্জাতিক কোনো সিরিজ বা মেগা ইভেন্ট থেকে। দীর্ঘ সাত বছর পর পাকিস্তানের মাটিতে ফের বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আর এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে সমর্থকদের মাঝে। বিশেষ করে বিশ্ব একাদশে টাইগার তারকা তামিম ইকবাল থাকায় বাংলাদেশি ভক্তদেরও উৎসাহ বেড়েছে। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর দেশটির লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।

বাংলাদেশের দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভি বা জিটিভিতে। জিটিভি ছাড়া আরও এগারোটি মাধ্যমে দেখা বা শোনা যাবে এই সিরিজের খেলা ও ধারাবিবরণী।

১৬ সদস্যের পাকিস্তান দলে অাছেন সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আমির, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আজম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, আমের ইয়ামিন, রুমান রাইস, উসমান খান ও সোহাইল খান।

অন্যদিকে তারকায় ঠাসা বিশ্ব একাদশের দলে আছেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন স্যামি, পল কলিউংউড, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্র্যান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।