ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেই অশ্বিন-জাদেজা, বাদ যুবরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
নেই অশ্বিন-জাদেজা, বাদ যুবরাজ ছবি: সংগৃহীত

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক ভারত। প্রথম তিন ওয়ানডের জন্য টিম ইন্ডিয়ার ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে ডাকা হয়েছে দুই পেসারকে আর বিশ্রামে রাখা হয়েছে ররিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজাকে।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে ছিলেন না অলরাউন্ডার যুবরাজ সিং। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচেও ডাক পাননি যুবরাজ।

দলে নেই দিনেশ কার্তিক, সুরেশ রায়না।

অশ্বিন-জাদেজাকে প্রথম তিন ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ৩০ বছর বয়সী অশ্বিন বর্তমানে কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের হয়ে খেলছেন। এদিকে, পেসার উমেশ যাদব এবং মোহাম্মদ শামি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন না। তাদের ডেকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে। লঙ্কানদের বিপক্ষে পেসার শারদুল ঠাকুর দুই ম্যাচে নিয়েছিলেন একটি উইকেট। তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মনিষ পান্ডে, কেদার যাদব, আজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, হারদিক পান্ডে, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। কলকাতায় ২১ সেপ্টেম্বর, ইনদোরে ২৪ সেপ্টেম্বর, বেঙ্গালুরুতে ২৮ সেপ্টেম্বর আর নাগপুরে ১ অক্টোবর বাকি ম্যাচ গুলো খেলবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।