ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইল-ব্রাভোরা টেস্ট রাডারে, বাকিরা অনিচ্ছুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
গেইল-ব্রাভোরা টেস্ট রাডারে, বাকিরা অনিচ্ছুক ছবি: সংগৃহীত

২০০০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের। ২০১৪ সালের সেপ্টেম্বরে কিংসটনে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। ১০৩ টেস্টেই তার ক্যারিয়ার আটকে আছে। দীর্ঘ তিন বছরের জট খুলতে চাইছেন গেইল।

এদিকে, ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন ড্যারেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারার ক্লোন হিসেবে ধরা হয়েছিল এই ব্রাভোকেই।

৪৯ টেস্টে আটটি সেঞ্চুরি আর ১৬টি হাফ-সেঞ্চুরি করে থেমে আছে তার সাদা পোশাকের ক্যারিয়ার। ২০১৬’তেই ওয়ানডে আর তারও দুই বছর আগে থেকে টি-টোয়েন্টিতে নেই ব্রাভো। জাতীয় দলের জার্সিতে ৯৪ ওয়ানডে আর মাত্র ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

২০১৬ সালে শেষ ওয়ানডে আর ২০১৩ সালের পর থেকে টেস্টে নেই স্পিনার সুনীল নারাইন। ১০১টি ওয়ানডে আর ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কাইরন পোলার্ড ২০১৬ সালের পর থেকে জাতীয় দলের ওয়ানডে জার্সি গায়ে তোলেননি। টেস্টের জার্সিতে এখনও অভিষেকই হয়নি তার।

ক্যারিবীয়ান এই তারকাদেরকে আবারো জাতীয় দলের টেস্ট একাদশে দেখতে চাইছেন দলটির বর্তমান দলপতি জ্যাসন হোল্ডার। তিনি জানান, ‘ড্যারেন ব্রাভো সম্প্রতি দারুণ খেলছেন। কিন্তু, জাতীয় দলের জার্সিতে তাকে আমরা পাচ্ছি না। সে আমাকে জানিয়েছে টেস্টের ফরমেটে ফিরতে চায়। আমাদের উচিৎ তাকে আবারো সাদা পোশাকে জাতীয় দলে নিয়ে আসা। অন্যরা টেস্টে তেমন আগ্রহ দেখাচ্ছে না। গেইলের সঙ্গেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে। সেও চাইছে সাদা পোশাকে খেলতে। দলের এ মুহূর্তে গেইলের মতো বড় ক্রিকেটার দরকার। কিন্তু, গেইল-ব্রাভোরা ফিরতে চাইলেও বাকিরা আসতে চাইছে না। ’

তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে কি আমি আমার বর্তমান স্কোয়াড নিয়ে খুশি। আর বড় তারকা ক্রিকেটাররা যদি আমাদের সাথে যোগ দেয় তবে সেটা হবে বিশাল পাওয়া। কারণ আমাদের আরও ভালো করার, উন্নতি করার জায়গা আছে। গেইল-ব্রাভোরা টেস্টের রাডারে আছে, অন্যদেরও এগিয়ে আসা দরকার। ’

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবারো সাদা পোশাক গায়ে জড়ানোর ইচ্ছা ব্যক্ত করেন ক্রিস গেইল। খুব শিগগিরই টেস্ট ক্রিকেটে ফিরতে চান ক্যারিবিয়ান ‘ব্যাটিং দানব’। অন্তত ক্রিকেট থেকে অবসরের আগে যেন সাদা পোশাকে মাঠে নামতে পারেন সেই চেষ্টাই করবেন গেইল। ৩৭ বছর বয়সী গেইল ক’দিন আগেই টি-টোয়েন্টি দিয়ে আবারো আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ঝামেলা বাধায় ক্রিকেটের ফেরীওয়ালা খ্যাত গেইল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বিরতি দেন। টি-টোয়েন্টির পর সবশেষ তাকে ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১০৩ টেস্টে ৪২.১৮ গড়ে ৭২১৪ রান করেছেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩৭টি অর্ধশতকের পাশাপাশি তার দখলে রয়েছে ১৫টি সেঞ্চুরি। বল হাতেও কম যাননি গেইল। ২৬৯ ওয়ানডে খেলা গেইলের ঝুলিতে আছে ৭৩ টেস্ট উইকেট।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।