ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আট ব্যাটসম্যানের একাদশ হতে পারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আট ব্যাটসম্যানের একাদশ হতে পারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ। বিশ্রামের সুযোগ নেই মুশফিক-তামিম-সাকিব-মোস্তাফিজদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি কঠিন সিরিজ। ক’দিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে ধরতে হবে দক্ষিণ আফ্রিকার বিমান। কয়েক দিন বিশ্রামের পর শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি।

গতকাল দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করার একটি খবর রটলেও শেষ পর্যন্ত টাইগারদের দল ঘোষণা করা হয়নি। রোববার (১০ সেপ্টেম্বর) হচ্ছে না সেটাও প্রায় নিশ্চিত।

আগামীকাল (সোমবার, ১১ সেপ্টেম্বর) ঘোষণা করা হতে পারে ১৪ কিংবা ১৫ সদস্যের (প্রয়োজনে) টেস্ট দল।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আর উইকেটের কথা মাথায় রেখে দল সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার আগে টাইগারপ্রেমীদের মনে উঁকি মারছে কেমন হবে এবারের স্কোয়াড। পুরোপুরি নিশ্চিত না হলেও ১৪ জনের দল কেমন হবে সেটা বিশ্লেষণ করছেন অনেকেই।

সিমিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচজন পেসার এবং দু’জন স্পিনার রেখে দল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচক। সাকিব-তামিম-মুশফিক-মিরাজ অটোমেটিক চয়েজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে পরিচিত মুখগুলোরই দেখা মিলবে দক্ষিণ আফ্রিকার সফরে। পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলামের সঙ্গে এবার সুযোগ মিলতে পারে পেসার রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বির। স্পিনার হিসেবে সাকিব-মিরাজ অটোমেটিক চয়েজ। সেক্ষেত্রে তাইজুলকে স্কোয়াডের বাইরে থাকতে হতে পারে। সাকিব-তামিম-মুশফিকদের মতো সাব্বির রহমান টিম ম্যানেজমেন্টের আস্থা ধরে রাখতে পারেন। মুশফিককে ব্যাটসম্যান হিসেবে খেলানো হলে বিকল্প উইকেটরক্ষক হিসেবে আসতে পারেন লিটন দাস কিংবা নুরুল হাসান সোহান।

টেস্ট দল থেকে বাদ যেতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই ব্যর্থ ইমরুল কায়েস। সৌম্য সরকারের ওপেনিং ট্র্যাক ও সিমিং কন্ডিশনে তার ব্যাট বেশ ভালোই চলে বলে সুযোগ থাকছে। নাসির হোসেন টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে না পারায় তাকেও দলে রাখা হবে না বলে ধরে নেওয়া হচ্ছে। তামিম-সৌম্য-ইমরুল-মুমিনুল-সাকিব বাঁহাতি ব্যাটসম্যান। তাই স্কোয়াডে নিয়ে আসা হতে পারে একজন ডানহাতি ব্যাটসম্যান। মোসাদ্দেক হোসেন সৈকতের চোখের ইনফেকশন পুরোপুরি ঠিক না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর মিস করবেন। নাসির না থাকলে স্কোয়াডে আসতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না মুমিনুল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে তাকে নামানো হয়েছিল। দুই ইনিংস তার ব্যাট থেকে এসেছে ২৯ ও ৩১ রানের কার্যকরী দুটি ইনিংস। তাকে দক্ষিণ আফ্রিকায় সুযোগ দেওয়া হতে পারে। প্রয়োজনে ১৫ সদস্যের দল ঘোষণা করা হলে অভিজ্ঞতায় এগিয়ে থাকা ইমরুল কায়েসকে স্কোয়াডে রাখা হলেও হতে পারে। বিসিবি সভাপতি একজন ডানহাতি ওপেনারের কথা বলতে গিয়ে এনামুল হক বিজয়ের কথা বলেছিলেন। কিন্তু, দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় টাইগারদের প্রধান কোচ এবং নির্বাচক বিজয়ের ব্যাপারে আগ্রহ দেখাবেন না সেটাই স্বাভাবিক।

তাতে অলরাউন্ডার মিরাজ-সাকিব সহ আট ব্যাটসম্যান সুযোগ পেতে পারেন মূল একাদশে। বাকি তিনজন পেসার মাঠে নামতে পারেন।

সব কিছু ঠিক থাকলে ১৬ সেপ্টেম্বর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। ২১ সেপ্টেম্বর বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। ১২ অক্টোবর এই দলের বিপক্ষে ওয়ানডের আগে একটি ৫০ ওভারের ম্যাচও খেলবেন মাশরাফি-মুশফিকরা। ২৮ অক্টোবর পচেফ্স্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে ৬ অক্টোবর। এই দুটি মাঠেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির দুই ম্যাচ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১৫ অক্টোবর কিম্বার্লিতে, ১৮ অক্টোবর দ্বিতীয়টি পার্লে ও ২২ অক্টোবর তৃতীয়টি ইস্ট লন্ডনে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

১। তামিম ইকবাল ২। সৌম্য সরকার ৩। মুমিনুল হক ৪। মাহমুদউল্লাহ রিয়াদ ৫। মুশফিকুর রহিম (অধিনায়ক) ৬। সাকিব আল হাসান ৭। সাব্বির রহমান ৮। মেহেদি হাসান মিরাজ ৯। মোস্তাফিজুর রহমান ১০। তাসকিন আহমেদ ১১। শফিউল ইসলাম ১২। রুবেল হোসেন ১৩। কামরুল ইসলাম রাব্বি এবং ১৪। লিটন দাস/নুরুল হাসান সোহান/ইমরুল কায়েস।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।