ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেট সিক্সার্সে সাব্বিরের সঙ্গী নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
সিলেট সিক্সার্সে সাব্বিরের সঙ্গী নাসির ছবি: সংগৃহীত

‘লাগলে বাড়ি বাউন্ডারি’ শ্লোগানকে সামনে রেখে রোববার (১০ সেপ্টেম্বর) সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন দল সিলেট সিক্সার্স। এবারের দলটিতে আইকন হিসেবে থাকছেন সাব্বির রহমান।

দলে আরও থাকছেন অলরাউন্ডার নাসির হোসেন। অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে।

ফ্র্যাঞ্চাইজিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির-সাব্বির।

গতবার সাব্বির খেলেছিলেন রাজশাহী কিংসে। আর নাসির ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে।

সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী ও সিলেট সিক্সার্সের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত।

সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত। সিলেট সিক্সার্সের টিম ডিরেক্টর হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার ফারুক আহমদ, হেড কোচের দায়িত্ব পালন করবেন জাহিদ এহসান আর টিম ম্যানেজার হিসেবে থাকছেন সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।