ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ পর্যন্ত বিশ্রামে ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
অ্যাশেজ পর্যন্ত বিশ্রামে ব্রড ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজ সামনে রেখে ইনজুরিমুক্ত থাকার লক্ষ্যে অ্যাঙ্কেল (গোড়ালি) সমস্যায় ভোগা স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। পুরোপুরি ফিট হওয়ার জন্যই আপাতত খেলার বাইরে থাকবেন ৩১ বছর বয়সী এ ডানহাতি পেসার।

পুরনো পায়ের গোড়ালির ইনজুরি যেন বড় আকার ধারণ না করে সেজন্যই বোলিং থেকে বিরত থাকছেন ব্রড। মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ (১৯ সেপ্টেম্বর শুরু) ও নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি অংশ, যেখানে তার দল দ্বিতীয় ডিভিশন টাইটেলের জন্য লড়ছে।

পায়ের সমস্যা নিয়েই লর্ডস টেস্টে (৭-৯ সেপ্টেম্বর) দলের ২-১ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়ের সাক্ষী হন ব্রড। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের চ্যালেঞ্জিং অ্যাশেজ সিরিজ অপেক্ষা করছে।

সেখানে ১০৯ টেস্টে ৩৮৮ উইকেট শিকারি ব্রডকে পুরোপুরি ফিট দেখতে চায় ইংলিশ টিম ম্যানেজমেন্ট। ব্রিসবেনে আগামী ২৩ নভেম্বর শুরু প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।