ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়াচ্ছে এনসিএলের নতুন আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
মাঠে গড়াচ্ছে এনসিএলের নতুন আসর ছবি: সংগৃহীত

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। প্রথম দিনে আটটি দলই মাঠে নামবে। ২২ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে।

এটি এনসিএল’র ১৯তম এডিশন। জাতীয় লিগের গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।

ঘরের মাঠে তারা নতুন মিশন শুরু করবে। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার চারদিনের ম্যাচে প্রথম প্রতিপক্ষ রংপুর বিভাগ। ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।

টায়ার-১ এর অপর ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তরের খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে আতিথ্য দেবে চিটাগং ডিভিশন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে সিলেট বিভাগ।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের খেলায় স্বাগতিক খুলনাকে মোকাবেলা করবে বরিশাল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার প্রতিপক্ষ রংপুরে। দ্বিতীয় টায়ারের ম্যাচে কক্সবাজারে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট। রাজশাহীতে স্বাগতিক শিবিরের সামনে চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।