ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জয়ের জন্যই খেলবে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয়ের জন্যই খেলবে সফরকারী বাংলাদেশ। সন্দেই নেই প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা যে কোনো কন্ডিশনে যে কোনো দলের জন্যই হুমকি। তারপরেও জয়ের বিকল্প ভাবতে নারাজ টাইগার দলপতি মুশফিকুর রহিম।

শনিবার (১৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দলপতি বলেন, ‘হারার জন্য কেউই কখনও খেলে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমাদের কোনো সুযোগই নেই এমন কথাও নেই।

ক্রিকেট এমন একটি খেলা যা আগে বলা যায় না। ’

অবশ্য ক্রিকেটে সবসময়ের শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস এমনি এমনি পাননি মুশফিক। এই ক্ষেত্রে তাকে পথ দেখাচ্ছে গেল অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে জয়, মার্চে শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে শততম টেস্ট জয় এবং সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জয়।

তিনি আরও বলেন, ‘আপনি যদি বিশ্বাসই করতে না পারেন যে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব না তাহলে মুশকিল। এটা তিন বছর আগে হলে হয়তো কথা ছিল। আমাদের বিশ্বাস ছিল বলেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে এবং শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারাতে পেরেছি। তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তিন ফরম্যাটেই আমাদের সুযোগ আছে। আমরা ধারাবাহিক যে খেলাটা খেলছি সেটা ধরে রাখতে পারলে এই সিরিজেও ভাল কিছু করার অবশ্যই সুযোগ আছে। ’

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা,  ১৬ সেপ্টেম্রর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।