ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব যে কোনো দেশের জন্যই প্লাস পয়েন্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
‘সাকিব যে কোনো দেশের জন্যই প্লাস পয়েন্ট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাকিব মানেই একের ভেতরে তিন। সাকিব দলে থাকা মানেই বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে তিন বিভাগেই বাড়তি নির্ভরতা। তাই টাইগারদের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে শুধু বাংলাদেশই নয়, যে কোনো দলের জন্যই প্লাস পয়েন্ট বলে উল্লেখ করলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

দক্ষিণ আফ্রিকার সাথে আসন্ন সিরিজের টেস্টে সাকিব দলে থাকলে সেটা টাইগারদের জন্য ভালো হতো বলেও বিশ্বাস সুজনের।
 
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ মাধ্যমকে সুজন জানান, ‘সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, যে কোনো দেশেরর জন্যই প্লাস পয়েন্ট।

আসন্ন টেস্টে সাকিব থাকলে অবশ্যই সেটা অনেক ভালো হতো, সাকিব নেই তারপরও আমাদের ভালো করা উচিত বলে আমি বিশ্বাস করি। ’

টেস্ট ক্রিকেট থেকে সাকিবের ছয় মাসের বিশ্রামকে অনাকাঙ্খিত কিছু মনে করছেন না এই সাবেক টাইগার অধিনায়ক। বরং বিষয়টি স্বাভাবিকই দেখছেন, ‘সাকিব জানে যে ওর বিশ্রাম প্রয়োজন। হয়তো এজন্যই বিশ্রামটি বোর্ডের কাছে চাওয়া এবং বোর্ডও রাজি হয়েছে। আপনার সেরা খেলোয়াড়টিকে ছাড়া আপনাকে অনেক সময় খেলতে হতে পারে। ক্রিকেটারদের ইনজুরি হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা যদি ওইভাবে চিন্তা করি যে সাকিবের একটা সমস্যার কারণে খেলতে পারছে না, তাহলে সেটা স্বাভাবিক। ’

সাকিব আপাতত নেই, তাই বলে ভেঙে পড়া বা হাল ছেড়ে দেয়ার কিছু দেখছেন না সুজন। বরং যে ১১ টাইগার সদস্য প্রোটিয়াদের বিপক্ষে লড়বেন, তারা সবাই নিজেদের সেরাটি দিতে পারলে ভালো কিছু হবে বলেই মত তার, ‘সাকিব নেই, তারপরওতো আমাদের আরও ১১ জন ছেলে আছে, যারা কীনা কাঁধে কাঁধ রেখে লড়বে। ’

এদিকে সাকিবের অনুপস্থিতিতে বাঁহাতি স্পিনার হিসেবে স্বাগতিকদের বিপক্ষে একাই লড়তে হবে তাইজুল ইসলামকে। কাজটি তার জন্য বাড়তি চাপের হয়ে দাঁড়াবে কী না? এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমি তা মনে করি না।  ক্রিকেটে চাপের কিছু নাই। উপভোগ করতে হবে। যদিও দক্ষিণ আফ্রিকায় হয়তো আমরা একটা স্পিনারই খেলাতাম। সাকিবের জায়গায় তাইজুল খেলছে হয়তো। তাইজুল সাকিবের মতো অভিজ্ঞ বা বিশ্বসেরা অলরাউন্ডার না। তারপরও বাঁহাতি স্পিনার হিসেব সে যদি তার কাজটি করতে পারে তাহলেই আমাদের জন্য বড় কিছু হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।