ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঘিওরে সাকিব আল হাসানের ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ঘিওরে সাকিব আল হাসানের ত্রাণ বিতরণ ঘিওরে সাকিব আল হাসানের ত্রাণ বিতরণ। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বন্যা কবলিত দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেখানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সাকিব আল হাসান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছি।

প্রত্যেকের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।  

তিনি আরও বলেন, মানবিকতার জন্যই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে।

বিশ্বের বিবেকমান প্রতিটি মানুষই এদের পাশে দাঁড়াবে বলেও তিনি আশা করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুজর্য়, গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আব্দুল বাতেন, সদস্য গামেনি সিলভা।

বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।