ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের কোচ হওয়ার দৌড়ে কাইফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আফগানদের কোচ হওয়ার দৌড়ে কাইফ মোহাম্মদ কাইফ / ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আরেকজন ভারতীয় কোচ নিয়োগ দিতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইতোমধ্যেই লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত হয়ে গেছে। তাদের টার্গেট এখন মোহাম্মদ কাইফ।

‘টাইমস অব ইন্ডিয়া’ এমন খবরই প্রকাশ করেছে। সম্প্রতি চত্তিশগড়ের অধিনায়ক ও মেন্টর করা হয় কাইফকে।

রঞ্জি ট্রফিতে (প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট) গতবারও দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন।

সূত্রমতে, এসিবি’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ৩৬ বছর বয়সী কাইফ। আফগানিস্তানের প্রস্তাবে রাজি হলে হয়তো খেলা থেকে অবসরের ঘোষণা দেবেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। বলা বাহুল্য, এ বছর আইপিএলে গুজরাট লায়ন্সের সহকারী কোচের (ফিল্ডিং) দায়িত্ব পালন করেছিলেন। খেলোয়াড়ী জীবনে ব্যাটিংয়ের পাশাপাশি তার ফিল্ডিং ছিল দুর্দান্ত।

এর আগেও আফগানদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন কাইফ। কিন্তু ৫৫ বছর বয়সী রাজপুতের কাছে হার মানেন। গত বছরের জুনে ইনজামাম উল হকের স্থলাভিষিক্ত হন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। কিন্তু বেশিদিন টিকতে পারলেন না। তার জায়গায় বসার অপেক্ষায় ১৩ টেস্ট ও ১২৩টি ওয়ানডে খেলা মোহাম্মদ কাইফ।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।