ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট ইতিহাসে অধরা কীর্তির ‍সামনে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ক্রিকেট ইতিহাসে অধরা কীর্তির ‍সামনে ভারত ছবি: সংগৃহীত

এ রেকর্ড আগে কখনোই করে দেখাতে পারেনি ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। নিউজিল্যান্ড এটি একবার করে ফেলেছে। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার অর্জন দু’বার। দক্ষিণ আফ্রিকা পাঁচবার ও অস্ট্রেলিয়া ছয়বার এ কীর্তিতে নাম লিখিয়েছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের এই সাফল্য নেই। আশ্চর্যজনকভাবে ভারতও এর বাইরে। কঠিন কিছুই কি?

আহামরি কঠিন কিছু নয়। ওয়ানডেতে টানা দশ ম্যাচে জয়।

শীর্ষ পর্যায়ের সব দলের দখলে থাকলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে এটি এখনো অধরা টিম ইন্ডিয়ার। টানা ৯ ম্যাচ জিতে ঘরের মাটিতে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ বিরাট কোহলিদের সামনে। প্রতিপক্ষ ‘নড়বড়ে’ অস্ট্রেলিয়া।

দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চতুর্থ ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। জয়ের ধারা বজায় রাখতে পারলেই আক্ষেপ ঘুঁচবে ভারতীদের। নিজেদের ৯২৬তম ওয়ানডেতে এসে ধরা দেবে প্রথমবারের মতো টানা ১০ ম্যাচে জয়।

সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচে জয়ের রেকর্ড অজিদের দখলে। তাদেরই বর্তমান দলটির এমন করুণ দশা! দ্বিতীয় সর্বোচ্চ একটানা সমান ১২ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে দ. আফ্রিকা ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।