ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে বাংলাদেশ-দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
সাদা পোশাকে বাংলাদেশ-দ.আফ্রিকা সাদা পোশাকে বাংলাদেশ-দ.আফ্রিকা

এশিয়ার দেশ তথা বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা সফর ছিল সবসময়ই ভীতিকর। তবে আগের অবস্থানে নেই টাইগাররা। টেস্টে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে দলে। এখন চোখ রাঙ্গিয়ে শক্তিশালীদের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ। দীর্ঘ নয় বছর পর দ.আফ্রিকা পরীক্ষায় নামছে টাইগাররা।

আগামীকাল (২৮ সেপ্টেম্বর) পচেফস্ট্রমে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে।

সাদা পোশাকে বাংলাদেশ ও দ.আফ্রিকা এখন পর্যন্ত দশবার মুখোমুখি হয়েছে। তবে কোনোবারই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। দুটি টেস্ট অবশ্য ড্র হয়েছে। কিন্তু সেটিও বৃষ্টির কল্যাণে। বাকি ৮ টেস্টেই জয় পেয়েছে প্রোটিয়ারা।

দু’দলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ, তিনি ৭৪৩ রান করেছিলেন। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সাবেক অধিনায়ক হাবিবুল বাশানেন, ৫ ম্যাচে ৩০১ রান করেন তিনি।

বোলিংয়ে দু’দলের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন দ.আফ্রিকান সাবেক পেসার মাখায়া এনটিনি, তিনি ৩৫টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ উইকেট পেসার শাহদাত হোসেনের, তিনি নিয়েছেন ১৫টি উইকেট।

শক্তিশালী দ.আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত এক ইনিংসে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ৩৩০ রান। আর প্রোটিয়াদের দলীয় সর্বোচ্চ ৫৮৩/৭ রান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।