ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব না খেলায় ডু প্লেসিসের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
সাকিব না খেলায় ডু প্লেসিসের স্বস্তি সাকিব না খেলায় ডু প্লেসিসের স্বস্তি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ছয় মাস কোনো টেস্ট খেলতে চান না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন আবেদনে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে। তবে চাইলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। আর এই সিরিজে সাকিব না থাকায় বেশ খুশি প্রতিপক্ষের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

পচেফস্ট্রমে আগামীকাল (২৮ সেপ্টেম্বর) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই টেস্টের আগে সংবাদ সম্মেলনে দ.আফ্রিকার অধিনায়কের কথায় তৃপ্তি শোনা গেল।

ডু প্লেসিস বলেন, ‘তাদের জন্য এটা বড় ক্ষতি। সাকিব অসাধারণ ক্রিকেটার। বিশ্বের শীর্ষ অলরাউন্ডার হিসেবে সে অনেকদিন রয়েছে। সে যে কোনো কন্ডিশনে পারফর্ম করতে পারে। তার না থাকাটা অবশ্যই তাদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না। ’

চলতি বছর ৭ টেস্ট খেলে ৬৬৭ রান করেছেন সাকিব। পাশাপাশি উইকেট নিয়েছেন ২৭টি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।