ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানদের উড়িয়ে দিল টাইগার যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
আফগানদের উড়িয়ে দিল টাইগার যুবারা ছবি: সংগৃহীত

সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশাল জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশের যুবারা। আফগান যুবাদের ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাইফ হাসানের দলটি। ফলে, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে লিড নিয়েছে টাইগার যুবারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে। জবাবে, শুরু থেকেই উইকেট হারাতে থাকা আফগানদের ইনিংস থামে ৩৪.২ ওভারে, দলীয় ৭৭ রানের মাথায়।

বাংলাদেশের দলপতি সাইফ হাসান ওপেনিংয়ে নেমে ১৬ বলে করেন ২০ রান। আরেক ওপেনার পিনাক ঘোষ ২৩ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ১৯ রান করে বিদায় নিলেও চার নম্বরে নামা তৌহিদ হৃদয় ৮৫ বলে চারটি বাউন্ডারিতে করেন ৫২ রান। মোহাম্মদ রাকিবের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ রানের ইনিংস খেলেন। এছাড়া, কাজি অনিক ২৭, রবিউল হক ১৮ রান করেন। আফগান বোলার মুজীব চারটি এবং তারিক স্তানিকজাই দুটি করে উইকেট নেন।

২২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কাজি অনিক আর নাইম হাসানের বোলিং তোপে পড়ে আফগানরা। দলীয় ১৬ রানে ওপেনারকে হারানো দলটি একের পর এক উইকেট হারাতে থাকে। ওপেনার তারিক স্তানিকজাই ১৬, নিসার ১০ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের কাজি অনিক চারটি, নাইম হাসান তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট পান রবিউল হক এবং মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।