ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের সেঞ্চুরি, ভারতের টার্গেট ৩৩৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
ওয়ার্নারের সেঞ্চুরি, ভারতের টার্গেট ৩৩৫ ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। নিয়মরক্ষার চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে সফরকারী অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৪ রান।

নিজের শততম ম্যাচ খেলতে নেমে অজিদের হয়ে ১৪তম সেঞ্চুরি তুলে নেন ওপেনার ডেভিড ওয়ার্নার। অল্পের জন্য টানা দুই ম্যাচে সেঞ্চুরির স্বাদ বঞ্চিত হন অ্যারন ফিঞ্চ।

ওয়ার্নার নিজের মাইলফলকের ম্যাচে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী দাঁড় করা চেয়েছেন। ওপেনিং জুটিতে অ্যারন ফিঞ্চকে নিয়ে তুলে নেন ২৩১ রান। ইনজুরি থেকে ফিরে ফিঞ্চ মাঠে নেমেই (গত ম্যাচে) সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই ম্যাচে করেন ৯৪ রান। মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে ফেরার আগে ৯৬ বলে তার ব্যাট থেকে আসে ১০টি চার আর তিনটি ছক্কার মার।

ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্নার করেন ১২৪ রান। তার ১১৯ বলের ইনিংসে ছিল ১২টি চার আর চারটি ছক্কার মার। তিন নম্বরে নামা ট্রেভিস হেড করেন ২৯ রান। দলপতি স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৩ রান। পিটার হ্যান্ডসকম্ব ৩০ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন।

এছাড়া, মার্কাস স্টইনিস ৯ বলে ১৫ এবং ম্যাথু ওয়েড ৩ রানে অপরাজিত থাকেন।

ভারতের পেসার উমেস যাদব ১০ ওভারে ৭১ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। একটি উইকেট পান কেদার যাদব। অক্ষর প্যাটেল, মোহাম্মদ সামি, হারদিক পান্ডে, যুভেন্দ্র চাহাল কোনো উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।