ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়নায় নিজের মুখটা দেখুক স্টোকস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
আয়নায় নিজের মুখটা দেখুক স্টোকস! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বড় ধরনের ঝামেলায় রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনা শুনতে হচ্ছে। এবার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সমালোচনা করেছেন।

ভন জানান, ‘গ্রেফতার হওয়ার পর নিজের অবস্থাটা আয়নায় দেখুক স্টোকস!’

গ্রেফতার হলেও পূর্ণ তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয় স্টোকসকে। তবে গত সোমবারের ঘটনাটির ভিডিও প্রকাশ হয়, যা দেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভিডিও ফুটেজ দেখার পর স্টোকস ও অ্যালেক্স হেলসকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে ইসিবি। হেলসও সে সময় স্টোকসের সঙ্গে ছিলেন।

ভন আরও বলেন, ‘স্টোকসের ব্যাপারে তোমাকে দুশ্চিন্তা করতেই হবে। গত কয়েক মাসে সে যেটা শুরু করেছে, সেটা থামাতে পারছে না। তার নিজেকে আয়নার সামনে গিয়ে দেখা উচিত। সে হয়তো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনেক কথা শুনবে। তার স্ত্রী, এজেন্টারও অনেক কিছু বলবে। কিন্তু তার নিজেরও বোঝা উচিত, সে কি করছে, কিসের সঙ্গে জড়াচ্ছে। সে কেন এতো রাতে ম্যাচের আগেরদিন বাইরে গেল? আমি তার ভিডিওটি দেখার সময় বিশ্বাস করতে পারছিলাম না। ’

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইংল্যান্ড দলে বিবেচনা করা হবে না স্টোকস এবং হেলসকে।

অনাকাঙ্ক্ষিত আচরণের দায়ে অতীতেও শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হয়েছিলেন স্টোকস। ২০১২ সালে এক রাতে গ্রেফতার হওয়ার পর তাকে সতর্ক করে দেয় পুলিশ। পরের বছরই গভীর রাতে মদ্যপান করায় ইংল্যান্ড লায়ন্স ট্যুর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো নিজের কারণেই ছিটকে যান। লকারে ঘুষি মেরে হাতের ইনজুরির শিকার হন।

শুধু তাই নয়, বাংলাদেশ সফরে এসে তামিম ইকবালের সঙ্গে শুধু শুধুই বিবাদে জড়িয়েছিলেন। আলোচিত ঘটনার মধ্যে আছে, টেস্ট হারের পথে স্টোকসকে সাজঘরে ফেরত পাঠানোর সময় সাকিব স্যালুট ঠুঁকে দিয়েছিলেন। ভারত সফরেও তিরস্কৃত হন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।