ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসকে ছাড়াই জিততে পারে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
স্টোকসকে ছাড়াই জিততে পারে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের অনাকাঙ্খিত ঘটনার জন্য তার আগামী অ্যাশেজ অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারি করে এমন অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত স্টোকস। তাই টেস্টের সহ-অধিনায়ককে ছাড়াই এবারের অ্যাশেজ খেলতে হতে পারে ইংল্যান্ডকে।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন, স্টোকসকে ছাড়াই অ্যাশেজ জেতার ক্ষমতা রাখে ইংল্যান্ড। অ্যাশেজ খেলতে আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিমানে চড়বে ইংল্যান্ড দল।

এর আগে পুলিশি ঝামেলা না মিটলে স্টোকসের অ্যাশেজে খেলা কঠিন হয়ে দাঁড়াবে।

মারামারির ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়ার পর স্টোকস ও ওই ঘটনায় তার সঙ্গে থাকা অ্যালেক্স হেলসের জীবনে নেমে আসছে অনিশ্চয়তা। ব্রিটিশ সংবাদমাধ্যগুলো জানাচ্ছে, তিনি এখন দলের সতীর্থদের মোবাইলে ‘ম্যাসেজ’ পাঠিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছেন। কিন্তু দলের সহ-অধিনায়কের মানসিক স্থিরতা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু ক্রিকেট মাঠ থেকেই যে বের করে দেওয়া হচ্ছে স্টোকসকে, তা নয়। তার স্পন্সররাও এই ঘটনার পরে মুখ ফিরিয়ে নিচ্ছে তার দিক থেকে। তার ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম এত দিন স্পন্সরকরতো যারা, সেই সংস্থা জানিয়ে দিয়েছে, তারা আর ইংলিশ ক্রিকেট তারকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি রাখছেন না। এই চুক্তি থেকে বছরে দু’লক্ষ পাউন্ড আয় হত তার।

মঈন জানান, ‘স্টোকস যদি অস্ট্রেলিয়ায় না যেতে পারে, তাহলে তাকে ছাড়াই আমাদের ভালো খেলতে হবে। তাকে ছাড়াও নিশ্চিতভাবে মনে করি, আমরা জিততে পারি। আমরা সবাই জানি, সে ভালো একজন ক্রিকেটার এবং সে কী করতে পারে। সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। সুতরাং ওখানে (অস্ট্রেলিয়া) তাকে পাওয়াটা হবে দারুণ কিছু। দেখা যাক, আগামীতে কী হয়। ’

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।