ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

লাভা’র সেরা কর্মীদের পুরস্কৃত করলেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
লাভা’র সেরা কর্মীদের পুরস্কৃত করলেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বহুজাতিক মোবাইল ফোন প্রতিষ্ঠান লাভা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লাভা’র সেরা কর্মীদের সম্মাননা প্রদান করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর গ্রামীন ব্যাংক কমপ্লেক্স ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেরা প্রমোটার, সেরা সেলস এক্সিকিউটিভ, সেরা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, সেরা সিটি ম্যানেজার, সেরা রিজিউওনাল সেলস ম্যানেজার, সেরা টেরিটরি সেলস অফিসার; এ কয়টি ক্যাটাগরিতে লাভা তার কর্মকর্তা এবং কর্মচারিদের পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে প্রেরণাদায়ক বক্তব্য রাখেন জনাব আশরাফুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন জহিরুল হক বিপ্লব, কামরুল হাসান ও মিস্টার জনসন।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর ব্যান্ড অ্যাম্বাসেডরের বক্তব্যে মাশরাফি বলেন, ‘লাভার সাথে দীর্ঘদিন ধরে আছি। লাভা বরাবরই তার গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের মাঝে স্বপ্লমূল্যে উন্নতমানের মোবাইল হ্যান্ডসেট বিক্রি করে থাকে। এবার লাভার কর্মীদের প্রথম নিজস্ব অনুষ্ঠান। আমি আশা করি আমার উপস্থিতিতে এখানে যারা উপস্থিত আছেন তারা ছাড়াও অন্যান্য সকল কর্মীদের জন্য উৎসাহের কারণ হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।