ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-সাকিবের সঙ্গী হচ্ছেন নাসির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
মাশরাফি-সাকিবের সঙ্গী হচ্ছেন নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ৯ অক্টোবর দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-২০ দলপতি সাকিব আল হাসান। সীমিত ওভারে এই দুই সিরিজে তাদের সাথে দেশ ছাড়ার কথা রয়েছে নাসির হোসেনেরও।

সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ২৫ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শেষ না হতেই মঙ্গলবার (৩ অক্টোবর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে গিয়ে দেখা গেল জিমে ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি।

এদিন জিমে ঘাম ঝরিয়েছেন মাশরাফিও।

‘মিস্টার ফিনিশার’ খ্যাত নাসির সবশেষ ওয়ানডে খেলেছেন গত মে মাসে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে। ছিলেন না জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টি-টোয়েন্টি খেলেছেন তাও প্রায় বছর দেড়েক হয়ে গেল (২০১৬ সালের মার্চে, টি টোয়েন্টি বিশ্বকাপে)।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগে আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাশরাফিরা খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ। তার আগেই আগামী দু’একদিনের মধ্যে ঘোষণা করা হবে ওডিআই ও টি-২০ স্কোয়াড।

তবে ওয়ানডে ও সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসছে না বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘ওয়ানডে টিমে মাশরাফি ও সাকিব যোগ দিচ্ছেন। খুব বেশি পরিবর্তন তো দেখছি না। আমাদের তো আসলে খুব বেশি স্পেশালাইজড নেই। দেখা যাক টিম ম্যানেজমেন্ট কী ভাবেন। তারা যেহেতু ওখানে আছেন কন্ডিশনটা ভালো বিবেচনা করতে পারবেন। ’

আগামী ১৫ অক্টোবর ডায়মন্ড ওভালে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

ওয়ানডে মিশন শেষে ২৬ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ম্যাংগুয়াং ওভালে। এরপর ২৯ অক্টোবর সেনওয়েস পার্কে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ দিয়ে সফরের সমাপ্তি টানবে টাইগার শিবির।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।