ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ইনজুরি গুঞ্জন, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
তামিমের ইনজুরি গুঞ্জন, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই বাঁ পায়ের পেশিতে চোট (গ্রেড ওয়ান টিয়ার) পান তামিম ইকবাল। গুরুতর কিছু না হওয়ায় শঙ্কা কাটিয়ে পচেফস্ট্রুমে দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেছেন। সমর্থকদের জন্য অস্বস্তির খবর, আগের জায়গাতেই আবারো আঘাত পেয়েছেন বাংলাদেশ ওপেনার।

প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় ব্যাথা পেয়েছেন তামিম। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর নাকি বলা হয়েছে এমন চোটের পর মাঠে ফিরতে ন্যূনতম ৪ সপ্তাহ সময় লাগে।

তাই যদি হয় তাহলে ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট তো বটেই, ওয়ানডে ও টি-২০ থেকেও ছিটকে যাচ্ছেন এই মারকুটে ব্যাটসম্যান!

এদিকে তামিমের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দক্ষিণ আফ্রিকা থেকে জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত আজই জানা যাবে।

দ. আফ্রিকা সফরের শুরুতেই ইনজুরি আক্রান্ত হওয়ায় প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে নিজেকে মোটেও মেলে ধরতে পারেননি তামিম। প্রথম ইনিংসে ৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য হাতে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।