ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ছাড়াই সিরিজে ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
তামিমকে ছাড়াই সিরিজে ফেরার লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টেস্ট সিরিজ শুরুর আগে বেনোনিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাওয়া বাঁ পায়ের পেশির চোটই কাল হয়ে দাঁড়ালো! উরুর ইনজুরির অবনতি হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিটকে গেছেন তামিম ইকবাল। দলের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ।

ইনজুরি শঙ্কা কাটিয়ে পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেন তামিম। কিন্তু ফিল্ডিং করার সময় আগের জায়গায় আবারো ব্যাথা পান।

দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৯, ০। ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডোবে সফরকারীরা। ব্লুমফন্টেইনে শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্ট শেষে করা স্ক্যান রিপোর্টে তামিমের ইনজুরির মাত্রা নিশ্চিত হয়। ‘গ্রেড ওয়ান টিয়ার’ থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পুনর্বাসন প্রক্রিয়ায় ওডিআই সিরিজের সময়টায় তামিমের দ্রুত ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে খেলার উপযোগী হতে শঙ্কাটা থেকেই যাচ্ছে। সিরিজে ফেরার লড়াইয়ে তামিমের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

আগামী ১৫ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর। টি-টোয়েন্টি দু’টি হবে ২৬ ও ২৯ অক্টোবর।

টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এখন ইনজুরির কারণে ছিটকে গেছেন তামিম। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া গল টেস্টের পর এ প্রথম একই ম্যাচে নিজেদের দু’জন সর্বোচ্চ রানস্কোরারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

প্রসঙ্গত, গলে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং নৈপু্ণ্যে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি উদযাপন করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মোহাম্মদ অাশরাফুলের ব্যাট থেকে আসে ১৯০। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

** তামিমের ইনজুরি গুঞ্জন, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।